ঝিনাইদহে দুর্ঘটনায় নিহত ১২ জনের মধ্যে শিক্ষার্থী ৫

প্রকাশিত: ৪:৫৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১

আব্বাস আলী, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজারের আমজাদ আলী ফিলিং স্টেশনের সামনে বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ জনে। নিহতদের মধ্যে পাঁচজনই যশোর এমএম কলেজের মাস্টার্স শেষ বর্ষের মেধাবী শিক্ষার্থী ছিল বলে জানা গেছে।

নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার ভাটপাড়া গ্রামের রনজিত দাসের ছেলে সনাতন দাশ (২৫), চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ গ্রামের আব্দুর রশিদের মেয়ে রেশমা (২৬), কোটচাঁদপুর উপজেলার হরিনদিয়া গ্রামের হারুন অর রশিদ সোহাগ (২৫), কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের মুস্তাফিজুর রহমান কল্লোল (২৪), সদর উপজেলার নাথকুন্ডু গ্রামের ইউনুস আলী (২৬)।
শিক্ষা জীবনের শেষ পরীক্ষা শেষে সবাই বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, প্রাথমিক তদন্তে তারা জানতে পারেন বাসটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে পড়ে যায়।

এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক বাসের সঙ্গে সজোরে ধাক্কা মারে। এতে বাসটি ভেঙে চুরে যায় ও হতাহতের ঘটনা ঘটে। নিহতদের ১২ জনের পরিচয় পাওয়া গেছে। পরিবারের কাছে তাদের মরদেহ হস্তান্তর করা হয়েছে।