মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ণ, এপ্রিল ১৪, ২০২১

অনলাইন ডেস্ক : বগুড়ায় মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক নৈশপ্রহরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১০টার দিকে বগুড়া শহরের জলেশ্বরীতলা এসসি লেনে কমফোর্ট হাউজিংয়ের নির্মাণাধীন বহুতল ভবনে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুর রশিদ সোনার (৬৫) কাহালু উপজেলার মহেশপুর গ্রামের মৃত দমসের আলী সোনারের ছেলে।

বগুড়া সদর পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে স্থানীয়রা খবর দেয় বিদ্যুৎস্পৃটে একজন মারা গেছেন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কমফোর্ট হাউজিংয়ের পরিচালক উজ্জল হোসেন জানান, সন্ধ্যায় আব্দুর রশিদ সোনার নৈশপ্রহরী হিসেবে কাজে যোগ দেয়। রাতে জানতে পারি মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। কেউ বুজতেও পারেনি। পরে টিন সরিয়ে দেখা যায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে মারা গেছে।

সদর ফাঁড়ির এসআই খোরশেদ আলম রবি জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।