কালীগঞ্জের কৃষ্ণনগর এক গৃহবধুর আত্মহত্যা না হত্যা

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১২, ২০২১

আলমগীর হোসেন, কালিগঞ্জ : সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের এক গৃহবধুর আত্মহত্যা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে। নিহত গৃহবধু জাহানারা খাতুন (২১) নাসির শেখ এর পুত্র মোঃ শাহাআলম (২৪) এর স্ত্রী।
সে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারী) সকাল আনুমানিক ১০.৩০ মিনিটের দিকে গলায় রশি দিয়ে মৃত্যু বরন করেছে বলে দাবি করেছে গৃহবধুর পরিবার।

সরজমিনে জানা যায় নিহতের স্বামী ও শশুর জীবিকার তাগিদে কুমিল্লাতে ইটের ভাটায় কাজ করেন। বাড়িতে থাকেন বউ, শাশুড়ি ও এক সপ্তম শ্রেণি পড়ুয়া ননদ । সপ্তম শ্রেণি পড়ুয়া ননদ নাছরিন (১৩) জানান, তার ভাবি নিহত জাহানারা খাতুন সকালে রান্না করে এবং তারা সবাই এক সাথে খাওয়া দাওয়া শেষে তার মা নিহতের শাশুড়ী শিরিনা (৩৮) কাজের উদ্দেশ্য বাড়ি থেকে চলে যায় আর সে প্রাইভেট পড়তে যায়। প্রাইভেট শেষে বাড়িতে এসে দেখতে পান যে ঘরে গলায় রশি দিয়ে ঝুলে আছে তার ভাবি জাহানারা খাতুন।

এ ব্যাপারে নিহত জাহানারা খাতুনের মা প্রতিবেদককে জানান, এটা আত্নহত্যা নয় পরিকল্পিত হত্যাকাণ্ড । প্রায় সময় আমার মেয়েকে তার শশুর বাড়ির লোকজন বিভিন্ন ভাবে নির্যাতন চালাতো। বউ শাশুড়ীর মধ্য প্রায় ঝগড়া বিবাদ হত হত বলে প্রতিবেশীরা নিশ্চিত করেছেন।

কালিগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে বসত ঘরের আড়া থেকে নিহতের গলায় রশি জড়ানো ঝুলন্ত লাস উদ্ধার করে সুরতাহাল রিপোর্ট তৈরি শেষে থানায় নিয়ে আসে। আগামীকাল ময়না তদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলয়ার হুসেন।

এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। যার মামলা নং- ০৮