ময়মনসিংহ রেঞ্জে শ্রেষ্ঠ ওসি ফায়েজুর রহমান,পেয়েছেন সম্মাননা সনদ

প্রকাশিত: ৯:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১

জোটন চন্দ্র ঘোষ : শেরপুরের ঝিনাইগাতী থানায় যোগদানের ৩ মাসের মধ্যেই ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক (ওসি) হিসেবে স্বীকৃতি পেয়ে সম্মাননা সনদ ও ক্রেস্ট গ্রহণ করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফায়েজুর রহমান । তিনি অক্টোবর-ডিসেম্বর/২০২০ মাসের কৃতকর্মের স্বীকৃতি স্বরুপ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক নির্বাচিত হয়েছেন।

জানা যায়, বিভিন্ন চাঞ্চল্য কর মামলার এজাহার নামীয় আসামীদেরকে ঘটনার সাথে সাথে গ্রেফতার, মাদক ব্যবসায়ীসহ মাদক উদ্ধার, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, বিভিন্ন জুয়ার মঞ্চ গুড়িয়ে দিয়ে জুয়ারীদের আটক, গ্রেফতারী পরোয়ানা তামিলসহ সাজা প্রাপ্ত আসামী আটকের ঘটনায় কৃতকর্মের স্বীকৃতি স্বরুপ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক নির্বাচিত হয়েছেন ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ফায়েজুর রহমান । তার কাজের বিশেষ স্বীকৃতি স্বরুপ এই পুরস্কার প্রদান করা হয়।

বুধবার (২০ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রতি মাসের ন্যায় পুলিশ বিভাগের শ্রেষ্ঠ অফিসারদের পুরস্কার প্রদান করেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ (পিপিএম)। রেঞ্জ ডিআইজি তার নিজ কার্যালয়ে ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ ফায়েজুর রহমান কে ময়মনসিংহ পুলিশ বিভাগের শ্রেষ্ঠ পুলিশ পরির্দশক এর সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।

এ সময় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ব্যারিস্টার হারুন-অর-রশিদ (পিপিএম),অতিরিক্ত রেঞ্জ ডিআইজি, আক্কাছ উদ্দিন ভূঁঞা, ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান পিপিএম (সেবা)সহ ময়মনসিংহ রেঞ্জ-এর বিভিন্ন অঞ্চল থেকে আগত পুলিশ সুপারগণ এবং পুলিশ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।