যৌতুক ও স্ত্রীকে নির্যাতন মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২১ সময় সংবাদ ডেস্কঃ টাঙ্গাইলে স্ত্রীর দায়ের করা নারী নির্যাতন ও যৌতুক মামলায় এলাসিন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ডিগ্রী কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ফয়সাল আহমেদ রিপনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি কালিহাতী থানার এসআই মো. হারুনুর রশিদ পিপিএম নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত ফয়সাল আহমেদ রিপন টাঙ্গাইলের কালিহাতী উপজেলার হাওড়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ মে চার লাখ টাকা দেনমোহর ধার্যে রেজিস্ট্রি কাবিনমূলে ধনবাড়ী উপজেলার দড়িবিয়াড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাক সরকারের মেয়ে রাফিজা সুলতানার সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের সময় তার পিতা ১০ ভরি স্বর্ণালংকার ও ছেলেকে দেড় লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল যৌতুক হিসেবে দেন। বিয়ের এক বছর পর ডিপিএসের মাধ্যমে টাকা জমানোর কথা বলে ১০ ভরি স্বর্ণ বিক্রি করে তাদের বাড়িতে দুটি ঘর নির্মাণ করেন। পরবর্তীতে ১০ ভরি স্বর্ণালংকার কিনে দেওয়ার আশ্বাস দেয় ফয়সাল। কিন্তু এখনো গৃহবধূকে ১০ ভরি স্বর্ণালংকার কিনে দেননি। ইদানীং এলেঙ্গাতে বাসা করার জায়গা কেনার জন্য যৌতুক হিসেবে আরও পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা দিতে না পাড়ায় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে ফয়সাল ও তার পরিবার। তাদের শত অত্যাচার সহ্য করতে হয়েছে গৃহবধূকে। গত ৭ ফেব্রুয়ারি রাফিজাকে পাঁচ লাখ টাকা যৌতুকের জন্য তার বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে গত ৭ আগস্ট মীমাংসা করার জন্য বসলে ফয়সাল আহমেদ পাঁচ লাখ টাকা না দিলে তার স্ত্রীকে বাড়ি নিবে না বলে জানিয়ে দেয়। এদিকে গত ৭ সেপ্টেম্বর সোমবার কৌশলে রাফিজা সুলতানাকে ফয়সাল আহমেদ রিপনসহ তার পরিবারের লোকজন এলেঙ্গা ফয়সালের বোনের বাড়িতে নিয়ে বেধড়ক মারধর করে। এক পর্যায়ে ফয়সাল আহমেদ রিপন, ফয়সালের বাবা ইসমাইল হোসেন, তার বড় ভাই রনজু মান্নান ও ভাবি মোছা. কুসুমসহ আরও কয়েকজন জোরপূর্বক রাফিজা সুলতানাকে হেক্সিসল খাওয়ায়ে হত্যার চেষ্টা করে। তাৎক্ষণিক ৯৯৯ ফোন করলে গৃহবধূর ফোন কেড়ে নেয় অভিযুক্তরা। পরে রাফিজা সুলতানার অবস্থার অবনতি হলে অভিযুক্তরা তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে রেখে পালিয়ে যায়। অন্য রোগীর স্বজনদের মোবাইল ফোন দিয়ে যোগাযোগ করে রাফিজা তার বাবার বাড়িতে বিষয়টি জানান। তার বাবার বাড়ির লোকজন হাসপাতালে গিয়ে ডাক্তারদের সহযোগিতায় চিকিৎসা করাতে থাকেন। পরদিন মঙ্গলবার সকালে তার অবস্থা অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। পরে রাফিজা সুলতানা বাদী হয়ে ১৬ সেপ্টেম্বর ফয়সাল আহমেদ রিপনসহ তার পরিবারের সদস্যদের নামে নারী নির্যাতন ও যৌতুক মামলা দায়ের করেন। এ মামলায় ১৩ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। তারপর থেকে ফয়সাল আহমেদ রিপনসহ তার পরিবারের সদস্যরা আত্মগোপনে। কালিহাতী থানার এসআই হারুনুর রশিদ পিপিএম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এলাসিন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী কলেজ থেকে ফয়সাল আহমেদ রিপনকে গ্রেপ্তার করা হয়। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হবে।’ Share this:FacebookX Related posts: বাগাতিপাড়ায় সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেপ্তার ৩ ঘুষি মেরে শিশুছাত্রীর নাক ফাটালেন শিক্ষক গোদাগাড়ীতে সড়ক দূর্ঘটনায় কলেজ শিক্ষক নিহত চাঁপাইনবাবগঞ্জে ভুয়া ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জের দূর্গাপুরে ৩ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ফটিকছড়িতে মাদ্রাসায় সশস্ত্র হামলার ঘটনায় প্রধান আসামি গ্রেপ্তার চন্দনাইশে পলাতক আসামি গ্রেপ্তার বিজয়নগরে তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শ্রীপুরে আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার সিলেটে ২ ছিনতাইকারী গ্রেপ্তার বাসের ধাক্কায় নিহত শিক্ষক মা ও ছেলে-মেয়ে গৌরীপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামি কার্জন গ্রেপ্তার SHARES Matched Content দেশের খবর বিষয়: কলেজগ্রেপ্তারযৌতুক ও স্ত্রীকে নির্যাতন মামলায়শিক্ষক