ঝিনাইদহ জেলা প্রেস ক্লাব নির্বাচন : সভাপতি মিজানুর রহমান, সম্পাদক শেখ সেলিম

প্রকাশিত: ১১:২৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহ জেলা প্রেস ক্লাব নির্বাচনে সভাপতি পদে দৈনিক যুগান্তর ও এনটিভি’র স্টাফ রিপোর্টার মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক পদে বাসস ও চ্যানেল আই প্রতিনিধি শেখ সেলিম পুনরায় নির্বাচিত হয়েছেন।

বুধবার জেলা শহরের ব্যাপারীপাড়াস্থ নিজস্ব কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো. শহীদুল ইসলাম (প্রধান সম্পাদক দৈনিক নব চিত্র); সহ সভাপতি আব্দুল হাই (দৈনিক ভোরের ডাক), মো. রফিকুল ইসলাম মন্টু (বৈশাখী টেলিভিশন); যুগ্ম সম্পাদক পদে মাহফুজুর রহমান (দৈনিক আমাদের নতুন সময়), জাফর উদ্দীন রাজু (অবজারভার, দৈনিক নব চিত্র পত্রিকার চিফ রির্পোটার ও অনলাইন দিন বদল বাংলাদেশ);

কোষাধ্যক্ষ পদে ওলিয়ার রহমান (গাজি টেলিভিশন); সাংগঠনিক সম্পাদক পদে আহমেদ নাসিম আনসারী (যমুনা টেলিভিশন ও দি ইন্ডিপেন্ডেন্ট); সহ সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রহমান রকি (মাছরাঙা টেলিভিশন); দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন (বাংলা টিভি); সাহিত্য ও ক্রীড়া সম্পাদক পদে গিয়াস উদ্দিন সেতু (দৈনিক গণমুক্তি);

আইন বিষয়ক সম্পাদক পদে এ্যাড. শেখ শফিউল আলম লুলু (ইতিহাস প্রতিদিন); কার্যনির্বাহী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন মো. আলা উদ্দীন আজাদ (সম্পাদক, দৈনিক নব চিত্র, দীপ্ত টেলিভিশন ও নয়া দিগন্ত), আজিজুর রহমান সালাম (দৈনিক জনতা), শেখ মিজানুর রহমান (সম্পাদক সাপ্তাহিক চলন্তিকা), শাহজামান (সম্পাদক সাপ্তাহিক দিগন্ত বাণী), মো. নাসিম উদ্দিন (দৈনিক আলোকিত বাংলাদেশ), এ্যাড. মনিরুল ইসলাম মিল্টন (দৈনিক সত্য খবর), এম. শাহীদুজ্জামান মিঞা (সাপ্তাহিক নির্বাণ), এ্যাড. ওয়াসিকুর রহমান (দৈনিক পল্লী বাংলা) ও মো রফিকুল আহমদ ওয়াইজ।