বাগেরহাটের সাংবাদিকের স্ত্রীর মৃত্যু

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২০

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাট প্রেসক্লাবের সহ সভাপতি দৈনিক ইত্তেফাক ও বাংলাদেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি নীহার রঞ্জন সাহার স্ত্রী পলি রানী সাহা লিভার সংক্রান্ত ব্যাধিতে আক্রান্ত হয়ে মঙ্গলবার বেলা আড়াইটার দিকে পরলোক গমন করেন।

বাগেরহাট শহরের একটি ক্লিনিকে চিকিৎসাধিন পলি রানী সাহাকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় নেয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এদিন বিকেলে বাগেরহাট মুনিগঞ্জ কেন্দ্রীয় শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্বামী ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

বাগেরহাট বহুমুখি কলেজিয়েট স্কুলের সহকারী গ্রন্থাগারিক পদে কর্মরত পলি রানী সাহার অকাল মৃত্যুতে বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু, পৌর মেয়র খান হাবিবুর রহমান, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল বাকি তালুকদার, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাদ উদ্দিন হায়দার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।