আন্তর্জাতিক রুটে ফ্লাইট স্থগিতের মেয়াদ বাড়ালো সৌদি

প্রকাশিত: ১১:২২ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

অনলাইন ডেস্ক : আন্তর্জাতিক রুটের ফ্লাইট চলাচল আরও এক সপ্তাহ স্থগিতের ঘোষণা দিয়েছে সৌদি আরব। তবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম মেনে প্রবাসীরা নিজ দেশে যেতে পারবেন।
রোববার দিবাগত মধ্য রাতে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে- বিমান বন্দরের পাশাপাশি স্থল ও সমুদ্র বন্দরেও এই স্থগিতাদেশ জারী থাকবে।

মন্ত্রণালয় জানায়, সৌদি নাগরিক ও প্রবাসীদের সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে স্থগিতাদেশের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়।

বিবৃতিতে বলা হয়, প্রয়োজন অনুযায়ী পণ্য সামগ্রী আমদানি-রপ্তানি করা যাবে। এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়ের গৃহীত পূর্ববর্তী সাবধানতামূলক পদক্ষেপ অনুযায়ী ফ্লাইটের মাধ্যমে প্রবাসীদের সৌদি থেকে প্রস্থানের অনুমতি দেওয়া হয়েছে।

এদিকে, জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ) দেশটির বিমান বন্দরগুলোতে পরিচালিত বিমান সংস্থাগুলোকে সৌদি নাগরিক ব্যতীত প্রবাসী যাত্রীদের সৌদি আরবের বাইরে পরিবহনের জন্য নির্দেশনা দিয়েছে। যা করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থার সম্পূর্ণ সম্মতিতে করতে হবে।

জিএসিএ বিদেশী বিমান সংস্থাগুলোকে এই উদ্দেশ্যে চার্টার্ড ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে৷ তবে সৌদির বিমান বন্দরে অবতরণকারী বিমানের ক্রুরা তাদের বিমান থেকে বাইরে যেতে পারবেন না। বিমান বন্দরে অবতরণের পর সেখানে কর্মরত অপারেশন কর্মীদের সঙ্গে তাদের শারীরিক সংস্পর্শ থেকে রক্ষার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, যে সকল দেশে করোনা ভাইরাসের নতুন রূপান্তরিত স্ট্রেইন উপস্থিতি রয়েছে সেই দেশগুলোকে নির্দেশাবলীর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়নি।

গত ২০ ডিসেম্বর (রোববার) বেশ কয়েকটি ইউরোপীয় দেশে করোণা ভাইরাসের নতুন পরিবর্তিত স্ট্রেইনের উপস্থিতির খবরের মধ্যে এক সপ্তাহের জন্য সৌদি সমস্ত স্থল, বিমান ও সমুদ্র বন্দর বন্ধ করে দেয়।