পাঁচ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। বুধবার বিকেল ৪টায় স্থানীয় হেলিপ্যাড মাঠে মা ইলিশ রক্ষা অভিযানে জব্দকৃত জাল পোড়ানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়া, পায়রা বন্দর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক নেওয়াজ উদ্দিন আহমেদ, এএসআই মামুনুর রশিদ ও এসআই জহিরুল ইসলাম।

গত ০১ নভেম্বর পায়রা বন্দর নৌ পুলিশ কলাপাড়া উপজেলার পশুরবুনিয়া বেড়িবাঁধ সংলগ্ন রাবনাবাদ নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক করে। স্থানীয় রাসেলসহ অজ্ঞত একজনের বিরুদ্ধে কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করা হয়। আদালতের নির্দেশে বুধবার বিকেল ৪টায় জব্দকৃত ওই নিষিদ্ধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।