খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২১
খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফটোজার্নালিস্ট এ্যাসোসিয়েশনের ফুলেল শুভেচ্ছা

আতিয়ার রহমান,খুলনা : বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার পক্ষ থেকে খুলনা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার নেতৃবৃন্দ গতকাল সোমবার দুপুরে খুলনা প্রেসক্লাবে এসে ক্লাবের নবনির্বাচিত সভাপতি এস এম জাহিদ হোসেন ও সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লাসহ নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময় শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তৃতা করেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, ক্লাবের সাবেক সভাপতি শেখ আবু হাসান, সিনিয়র সহ-সভাপতি মোঃ মুন্সি মাহবুব আলম সোহাগ, সহ-সভাপতি মোঃ তরিকুল ইসলাম ও ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন খুলনা জেলা শাখার সভাপতি মোঃ জাহিদুল ইসলাম।

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও নির্বাহী সদস্য এস এম নজরুল ইসলাম, সহকারী সম্পাদক মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), নির্বাহী সদস্য মোজাম্মেল হক হাওলাদার, ক্লাব সদস্য অরুণ সাহা, মুহাম্মদ আবু তৈয়ব, শেখ তৌহিদুল ইসলাম তুহিনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

ফটো জার্নালিস্ট এ্যাসোসিয়েশন নেতৃবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাজমুল হক পাপ্পু, যুগ্ম-সম্পাদক কাজী ফজলে রাব্বী শান্ত, নির্বাহী সদস্য আনোয়ারুল ইসলাম কাজল, কোষাধ্যক্ষ সাগর সরকার, দপ্তর সম্পাদক মোঃ সোহেল রানা, সদস্য শেখ কামরুল আহসান, মামুন হাওলাদার, ফটোসাংবাদিক জায়েদ আকন, ওবায়দুল হক, সুমন প্রমুখ।