আখাউড়ায় নিরাপদ সড়ক বিষয়ক আলোচনা সভা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:৪৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২০ অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নিরাপদ সড়ক বিষয়ক উপজেলা আইন-শৃংখলা কমিটির বিশেষ সভা বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয়।উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসরিন শফিক আলেয়া। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নূর-এ-আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মুরাদ হোসেন, আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রসুল আহমেদ নিজামী, প্রেসক্লাবের সভাপতি মোঃ মানিক মানিক মিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল মমিন বাবুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ জমসেদ শাহ্, ইউপি চেয়ারম্যান মোঃ কামাল ভূঁইয়া, মোঃ জালাল উদ্দিন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক চন্দন কুমার ঘোষ, সড়ক বাজার ব্যবসায়ি পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ হুমায়ূন কবির খোকা, পৌর যুবলীগের সাধারন সম্পাদক মোঃ আবু কাউছার ভ্ইূয়া প্রমুখ। সভায় বক্তারা উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার একের পর এক দুর্ঘটনার ভয়াবহতার কথা তুলে ধরেন। সভার শুরুতেই অটোরিকশা দুর্ঘটনায় ১জন মারা যাওয়ার সিসি টিভির ফুটেজ দেখানো হয়। সভায় বক্তারা সা¤প্রতিক সময়ে অটোরিকশার ধাক্কায় তিনজন নিহতসহ বিভিন্ন ঘটনার কথা ও অটোরিকসার ধাক্কায় ইউএনও এবং ওসির গাড়ি ক্ষতিগ্রস্থ হওয়ার বিষয়টি তুলে ধরেন। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ নূর-এ-আলম বলেন, ছোট শিশুরা যাতে অটোরিকসা চালাতে না পারেন সে জন্য কঠোর পদক্ষেপ নেয়া হবে। তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল থেকে এলাকাভিত্তিক সচেতনতামূলক মাইকিং করা হবে। রোড ম্যাপ অনুযায়ি সিএনজিচালিত অটোরিকশা পৌর এলাকায় প্রবেশ করবে। সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত কোনো ভারী যানবাহন চলাচল করতে পারবে না। ১৫ জানুয়ারির পর কেউ অটোরিকসা বিক্রি করতে পারবে না। অটোরিকশা মালিক ও চালকের তথ্য নির্ধারিত সময়ের মধ্যে থানায় জমা দিতে হবে। Share this:FacebookX Related posts: আখাউড়ায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার আখাউড়ায় গ্রামে ফাঁটল; ধসের আশঙ্কায় সতর্কতা জারি আখাউড়ায় ৫০৯ বোতল ভারতীয় স্কফসহ দুই শীর্ষ মাদক কারবারি আটক আখাউড়ায় শিশু অপহরণ করে ৫ হাজার টাকা মুক্তিপণ দাবি আখাউড়ায় ৭ অটোরিকশা চালককে জরিমানা নোয়াখালীতে ১২ মামলার আসামি বন্দুকযুদ্ধে নিহত লামায় বন্য হাতির আক্রমণে এক নারীর মৃত্যু মাটিরাঙ্গায় বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সন্ত্রাসী নিহত নবীনগরে পা কেটে উল্লাস আসামি ৮শ, গ্রেফতার ৪২ বিজিবির সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রী জন্মদিন উদযাপন দেশ সেরা শিশু সাংবাদিক’র পুরস্কার পেল ফেনীর ইমা SHARES Matched Content চট্টগ্রাম বিভাগ বিষয়: আখাউড়ায়আলোচনা সভানিরাপদ সড়ক বিষয়ক