আখাউড়ায় অবিস্ফোরিত মর্টার শেল উদ্ধার

প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, মার্চ ২৩, ২০২০

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অবিস্ফোরিত একটি মর্টার শেল উদ্ধার করা হয়েছে। রোববার উপজেলার দক্ষিণ ইউনিয়নের সীমান্তবর্তী আব্দুল্লাহপুর পূর্বপাড়া (ধলেশ্বর) গ্রাম থেকে মর্টার শেলটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওই গ্রামের রিপন চৌধুরী তার বাড়ির পূর্ব দিকে ড্রেনের জন্য মাটি কাটা হচ্ছিল। এ সময় মাটির নিচ থেকে বড় আকারের একটি মর্টার শেল বেরিয়ে আসে। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ সন্ধ্যায় শেলটিকে নিজেদের হেফাজতে নেয়।

আখাউড়া থানার ওসি রসুল আহম্মদ নিজামী বলেন, এটি ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহার হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। সে সময় শেলটি অবিস্ফোরিত থাকে। পুলিশ শেলটিকে নিজেদের হেফাজতে নিয়ে মাটির গর্তে নিরাপদ স্থানে রেখেছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কুমিল্লা সেনা নিবাসের বোমা বিস্ফোরক দলকে খবর দেওয়া হয়েছে।