আখাউড়ায় ৫০৯ বোতল ভারতীয় স্কফসহ দুই শীর্ষ মাদক কারবারি আটক

প্রকাশিত: ৯:৩১ অপরাহ্ণ, মে ১৮, ২০২০

অনলাইন ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র পৃথক দু’টি অভিযানে ৫০৯ বোতল ভারতীয় স্কফসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি জওয়ানরা।

সোমবার সকালে উপজেলার সীমান্তবর্তী হীরাপুর ও খালাজোড়া এলাকা থেকে আখাউড়া বিওপির বিজিবি জওয়ানরা এ মাদকদ্রব্য উদ্ধার করে।

আটককৃতরা হলো আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের বাসিন্দা মাহফুজ মিয়ার ছেলে জয়নাল মিয়া (৪৮) ও হীরাপুর গ্রামের বাসিন্দা দুবরাজ খন্দকারের ছেলে শফিকুল ইসলাম (৩৫) । বিজিবি ২৫ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মোহাম্মদ রেজাউর রহমান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানানো হয়।

জানাগেছে, উপজেলার হীরাপুর এলাকা থেকে ১৩৫ বোতল স্কফসহ ওই দু’জন মাদক কারবারিকে আটক করা হয়। অন্যদিকে পৌরশহরের খালাজোড়া এলাকা থেকে চালকবিহীন একটি সিএনজি অটোরিকশা তল্লাশি চালিয়ে ৩৭৪ বোতল স্কফ উদ্ধার করা হয়। এসময় কাউকে আটক করতে না পারলেও ওই সিএনজি অটোরিকশা জব্দ করে বিজিবি জওয়ানরা।

বিজিবি কর্তৃপক্ষ সূত্র জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে।