নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রী জন্মদিন উদযাপন

প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০

অনলাইন ডেস্ক : নোয়াখালী জেলা পুলিশের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উদযাপন করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) এ উপলক্ষে নোয়াখালী শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে কেক কেটে ও দুপুরের খাবার আয়োজন করে জন্মদিন উদযাপন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম ডিআইজি এডিশনাল হাসান আলী নূর, জেলা পুলিশ সুপার আলমগীর হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার দীপক জ্যোতি খিস্যা, সদর অতিরিক্ত পুলিশ সুপার খালেদ ইবনে মালেক, বেগমগঞ্জ সার্কেল শেখ মো. শাহাজান, হাতিয়া সার্কেল ওমর ফারুক সরকারি শিশু পরিবারের অতিরিক্ত উপ-তত্ত্বাবধায়ক ফেরদাউস আলম সরকার ও সদর থানার অফিসার ইনচার্জ নবীর হোসেন প্রমুখ।