জয়পুরহাটে বিদেশী ও দেশীয় অস্ত্রসহ আটক ২

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

নিউজ ডেস্কঃ জয়পুরহাটের জামালপুর চারমাথা এলকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের গোডাউনে অভিযান চালিয়ে বিদেশী, গুলি, ককটেলসহ দেশীয় অস্ত্র উদ্ধারসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।আটকরা হলেন, সদর উপজেলার জামালপুর গ্রামের রঞ্জু সরকার ও জিয়াপুর গ্রামের আক্কাস আলী।পুলিশ জানায়, শনিবার গভীর রাতে আক্কেলপুর পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য ম্বাধীন মাস্টারের বাসভবনে গুলি ও ককটেল বিষ্ফোরণের ঘটনা ঘটে।

এরপর সিসিটিভির ফুটেজ দেখে অভিযানে নামে গোয়েন্দা ও থাানা পুলিশ। অভিযান চালাতে গিয়ে সোমবার মধ্যরাতে সদর উপজেলার জামালপুর চারমাথা এলাকায় গোডাউনে অভিযান চালিয়ে ৩টি রিভলভার, ৪ রাউন্ড গুলি, ৪টি ম্যাগজিন, ৬টি ককটেল ও ৩০টি দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি ও ছিনতাইয়ের একাধিক মামলা রয়েছে।

সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৩ জনকে দুদকের তলব