ভৈরবে র্যাবের অভিযান, ৪ মাদক কারবারি আটক দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২০ নিউজ ডেস্কঃ ভৈরবে র্যাবের পৃথক অভিযানে গাজাঁ ভর্তি ২টি মিনি ট্রাকসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের আভিযানিক দল।এ সময় ট্রকে তল্লাশি করে ৩৪ কেজি ৭শ গ্রাম গাজাঁ উদ্ধার ও ট্রাক ২টি জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে র্যাব বাদী হয়ে ভৈরব থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।আটককৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাধবপুর থানার রসুলপুর গ্রামের নুর মিয়ার পুত্র চালক ফয়সাল (৩৫), এবং একই গ্রামের মো. বিল্লাল মিয়ার পুত্র হেলপার মো. ইউনুস মিয়া (৪০), চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার চিরকা গ্রামের মো. শাহজাহান এর পুত্র চালক সোহেল (২৩) ও একই গ্রামের মৃত বসর পুত্র হেল্পার মো. ওসমান (২২)।র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের সিনিয়র সহকারি পরিচালক চন্দন দেবনাথ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে মিনি ট্রাক যোগে দেশের বিভিন্ন জেলায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য মাদক ব্যবসায়ী চক্রের উপর র্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয়। জানা যায়, মাদক ব্যবসায়ীরা হবিগঞ্জ হতে ঢাকা মেট্রো-ড-১১-৭১৮২ নীল রংয়ের মিনি ট্রাকে করে গাঁজার একটি বড় চালান ঢাকার উদ্দেশ্যে পাচার করছে। এরই প্রেক্ষিতে ভৈরব নাটালের মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে তাৎক্ষণিক তল্লাশী চৌকি স্থাপন করে গাড়ী তল্লাশী কালে ঢাকা মেট্রো-ড-১১-৭১৮২ নীল রংয়ের মিনি ট্রাকটি তল্লাশী চৌকির নিকট আসলে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে চলে যাওয়ার চেষ্টাকালে ট্রাকটির পিছুধাওয়া করে ‘ন্যাশনাল জেনারেল হাসপাতাল এন্ড ডায়াবেটিক কেয়ার’ এর সামনে রাত দেড়টার দিকে তাদের আটক করা হয়। Share this:FacebookX Related posts: মহেশপুর সীমান্তে ১৮ অনুপ্রবেশকারী আটক ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে প্রতারণার অভিযোগে আটক গাজীপুরে ইজ্জত লুটের আসামি আটক পাকুন্দিয়ায় ইয়াবা ট্যাবলেট’সহ মাদক ব্যবসায়ী আটক ভৈরবে ভ্রাম্যমান আদালতে ৩ জনের জরিমানা ও সাজা প্রদান প্রশ্নপত্র ফাঁস ও গুজবের অভিযোগে গ্রেফতার-৪ মোহাম্মদপুরে চোরাই সিএনজি কেনাবেচা চক্রের তিন সদস্য গ্রেফতার কিশোরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক ২০০ টাকার জন্য একই পরিবারের চারজনকে খুন! রাজধানীতে চার শিশুকে যৌন নির্যাতন, গ্রেফতার ১ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার মানিকগঞ্জে মাদক কারবারির কারাদন্ড SHARES Matched Content অপরাধ বিষয়: ৪ মাদকআটককারবারিভৈরবে র্যাবের অভিযান