কিশোরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ২:০০ পূর্বাহ্ণ, মার্চ ৩, ২০২০
কিশোরগঞ্জে চোলাই মদসহ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জ সদরে রেড ক্রিসেন্ট মোট এলাকা থেকে ১৫.৫ লিটার দেশীয় তৈরী চোলাই মদ ও ব্যাটারীচালিতরিক্সা’সহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪, কিশোরগঞ্জ ক্যাম্প।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, কিশোরগঞ্জ ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কিশোরগঞ্জ জেলার মডেল থানাধীন বড়বাজার হইতে বত্রিশ বাসষ্ট্যান্ড ওয়ার পথে একজন ব্যাটারী চালিত রিক্সাচালক চটের বস্তায় করে সাদা প্লাষ্টিকের বোতলে ভর্তি দেশীয় তৈরী চোলাই মদ (লাইসেন্সবিহীন) বহন করে নিয়ে যাচ্ছে।

উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য কিশোরগঞ্জ র‌্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০১/০৩/২০২০ ইং তারিখ ১৬.৩০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার মডেল থানাধীন বত্রিশ সাকিনের রেড ক্রিসেন্ট মোড়স্থ পন্ডিত মেডিক্যালহল এলাকায় অভিযান পরিচালনা করে ব্যাটারী চালিত রিক্সার চালক আসামী মোঃ হান্নান(২৭), পিতাঃ মৃত মীর হোসেন, সাং-সল্পমারিয়া, থানা ও জেলা- কিশোরগঞ্জএর দখল হইতে উদ্ধারকৃত ১৫.৫(পনের দশমিকপাঁচ)লিটার দেশীয় তৈরী চোলাই মদ কথিত (মাদক)’সহ আটক করা হয়।

উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ এর ৩৬(১) এরসারণি ২৪(খ) ধারায় কিশোরগঞ্জ জেলার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।