কিশোরগঞ্জে ৪ বোতল মদসহ আটক-২

প্রকাশিত: ৩:২৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০

স্টাফ রিপোর্টার : কিশোরগঞ্জের ভৈরব বাজার এলাকা থেকে ৪ বোতল মদসহ ২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছেন র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প।

ময়মনসিংহ র‌্যাব-১৪ কর্তৃক প্রেরিত প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মোঃ তফিকুল আলম জানান, র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য কেরু কম্পানীর মদ সংগ্রহ করে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলা’সহ আশেপাশের এলাকায় পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে।

উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়।

এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ১৩/০২/২০২০ ইং তারিখ ২১.২০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন কাচারী রোড ভৈরব বাজার সংলগ্ন ফায়ার সার্ভিস এর গেইটের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১। ইফরানুল হক সেতু (৩২), পিতা-মৃত আজিজুল হক নান্নু মিয়া, সাং-রাবারকান্দি, থানা-বাজিতপুর, ২। মিজান (৬০), পিতা-মৃত নিবু মিয়া, সাং-চন্ডিবের, থানা-ভৈরব, উভয় জেলা-কিশোরগঞ্জ’দেরকে আটক করেন। গ্রেফতারকৃত আসামীদ্ব’য়ের বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।