সাবেক রাজউক চেয়ারম্যানসহ ৩ জনকে দুদকের তলব

প্রকাশিত: ৭:১৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

নিউজ ডেস্কঃ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান, গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম সোহরোওয়ার্দী এবং সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের এপিএস মোহাম্মদ ওমর ফারুক তালুকদারকে তলব করেছে দুদক।যুবলীগ নেতা জি কে শামীমসহ বিভিন্ন ঠিকাদারী কাজের সাথে যুক্ত থেকে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে তাদের তলব করা হয়েছে।মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের স্বাক্ষরে পাঠানো নোটিশে আগামী ১২ জানুয়ারি কমিশনের প্রধান কার্যালয়ে তাদের উপস্থিত হতে বলা হয়েছে।

নোটিশে বলা হয়, ‘ঠিকাদার জি কে শামীমসহ অন্যান্য ব্যক্তির বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের শত শত কোটি টাকা ঘুষ দিয়ে বড় বড় ঠিকাদারী কাজ নিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ, ক্যাসিনো ব্যবসা করে শত শত কোটি টাকা অবৈধ প্রক্রিয়ায় অর্জন করে বিদেশে পাচার ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। সুষ্ঠু অনুসন্ধানের আপনার অধীনস্থ সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য রেকর্ড করে পর্যালোচনা করা একান্ত প্রয়োজন।’গত ১৮ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শুদ্ধি অভিযানে ক্যাসিনোর সঙ্গে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন প্রভাবশালীদের গ্রেপ্তার হয়। সে সময় ধরা পড়েন জিকে শামীম।

২ ঘণ্টায় ৪ বার ভূমিকম্প