টেকনাফে গোলাগুলিতে রোহিঙ্গা ডাকাত নিহত

প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯

নিউজ ডেস্কঃ কক্সবাজারে টেকনাফ উপজেলায় রোহিঙ্গা সন্ত্রাসীদের গোলাগুলিতে আনোয়ার সাদেক (৩৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।সোমবার (৩০ ডিসম্বের) বিকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে এ ঘটনা ঘটে। এসময় গুলিবিদ্ধ হন দুই র‌্যাব সদস্য।র‌্যাবের দাবি, নিহত সাদেক রোহিঙ্গা ডাকাত। তিনি সন্ত্রাসী জাকিরের সহযোগী।গুলিবিদ্ধ র‌্যাব সদস্যরা হলেন- মোহাম্মদ ইমরান ও শাহাব উদ্দিন। দুজনই কক্সবাজার র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-১৫) টেকনাফ ক্যাম্পের সদস্য।আহত র‌্যাব সদস্যদের টেকনাফে মেরিন সিটি নামে একটি বেসরকারি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়েছে।

র‌্যাব-১৫-এর উপঅধিনায়ক মেজর মোহাম্মদ রবিউল ইসলাম জানান, বিকালে গোপন তথ্যের ভিত্তিতে চিহ্নিত মাদককারবারিদের আস্তানায় অভিযানে গেলে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় রোহিঙ্গা সন্ত্রাসীরা। এতে দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।পরে ঘটনাস্থল থেকে আনোয়ার সাদেক নামে এক ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থলে পাওয়া যায় অস্ত্র-গুলি ও ইয়াবা। নিহত সাদেক রোহিঙ্গা ডাকাত জাকিরের সহযোগী। এ সময় দুই র‌্যাব সদস্য গুলিবিদ্ধ হন।

১৫ লাখ বাংলাদেশিকে ভিসা দিয়েছে ভারত