রাজধানীতে ইয়াবাসহ আটক ২

প্রকাশিত: ৭:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২০

অনলাইন ডেস্ক : রাজধানীর কাফরুল এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। বৃহস্পতিবার র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী এ তথ্য জানান। এর আগে বুধবার রাতে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, জাহিদুল ইসলাম সুমন ওরফে সুমন খান (৩৫) ও মোসা. রেহেনা (৩৩)।

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জানান, এ সময় তাদের নিকট থেকে ১৬ হাজার ১শ পিস ইয়াবা ও মাদক বিক্রির ৫ লাখ ৮৮ হাজার ৯শ টাকা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়- আসামিরা শীর্ষ মাদক ব্যবসায়ী ও তাদের নামে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তারা পারস্পরিক যোগসাজসে দীর্ঘদিন যাবৎ ঠিকানা বদল করে কক্সবাজার থেকে ইয়াবা এনে কাফরুল, পল্লবী ও মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিলো। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।