নদী ভাঙ্গণের কবল থেকে রক্ষা পেতে চায় চর এলাহির বাসিন্দারা

প্রকাশিত: ৬:০৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

অনলাইন ডেস্ক : নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলার চর এলাহীতে নদীর ভাঙণের ফলে ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে প্রতিনিয়ত। তাই এখানে সারা বছর অনেকে শুধু নিজের ঘর স্থানান্তরে ব্যস্ত সময় পার করেন। আবার কেউ কেউ কোথায় গিয়ে আশ্রয় নেবেন সেই চিন্তায় দিন কাটান।

সরেজমিনে ইউনিয়নের বাসিন্দাদেরর সঙ্গে কথা বলে জানা যায়, ভরা মৌসুমে চর এলাহীর নদীর পাড় ভাঙছে স্রোতের কারণে। বিলীন হচ্ছে গাছপালা, স্কুল, ঘরবাড়ি ও ফসলি জমি। হতদরিদ্র মানুষগুলো তাদের মাথা গোঁজার একমাত্র সম্বল এই ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হচ্ছে প্রতিনিয়ত।

তবে আশার আলো দেখাচ্ছে নদী ভাঙ্গণরোধে সরকারের চলমান কার্যক্রম। যার অংশ হিসেবে চলছে বেড়িবাঁধ নির্মাণ ও ব্লক তৈরির কাজ। তবে করোনা ভাইরাসের কারণে চলমান সকল কাজ স্থবির রয়েছে। ফলে আবারও হুমকির মুখে পড়েছে নদী তীরের মানুষগুলোর শেষ সম্বলটুকু।

চর এলাহি ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, সেনাবাহিনীর তত্বাবধানে যে কাজ চলছে মহামারীর কারণে সেটি স্থবির। তাই আপাতত একটি রিং বাঁধ নির্মাণ করলে ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের জনগণ রক্ষা পাবে। না হলে এ মানুষগুলো কোথায় যাবে? তাই কতৃপক্ষ বিষয়টিতে দৃষ্টি দেবেন এমনটাই আশা সকলের।