ফেনীতে আাল্লাহ ও রাসূলের নামে দৃষ্টিনন্দন ভাস্কর্য

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২০

অনলাইন ডেস্ক : ফেনী শহরের মহিপালে ‘মহান আাল্লাহ তায়ালা ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)’ এর নাম খচিত দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণ করা হয়েছে। ফেনী পৌরসভার অর্থায়নে নির্মিত এই ভাস্কর্যটি গত ২২ মে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয়।
‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ নামে নির্মিত এই ভাস্কার্য ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে হওয়ায় যাত্রী ও পথচারীদের নজর কাড়ছে। এটি নির্মাণ করায় ফেনী পৌর কর্তৃপক্ষ ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এলাকাবাসী, পথচারী ও দর্শণার্থীদের।

ফেনী শহরের মহিপালে মিয়াজী বাড়ির সম্মুখে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে নির্মিত ভাস্কর্যটির উচ্চতা সাড়ে ১৪ ফুট। এর সুউচ্চে আরবী অক্ষরে ‘আল্লাহু’ ও ‘মুহাম্মদ’ লেখা রয়েছে। রাতে আলোর জলকানিতে পানির ফোয়ারায় সৌন্দর্যে বাড়তি মাত্রা যোগ হয়। ফেনী পৌরসভার প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী ভাস্কর্যটি নির্মাণের উদ্যোগ নেন।

স্থানীয় সমাজসেবক সুমন বলেন, মহান আল্লাহ ও প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.) এর নামে ভাস্কর্য নির্মাণ মুসলমানদের অনুভূতির বিষয়। এছাড়া মহাসড়কের পাশে হওয়ায় ভাস্কর্যটি আকর্ষণীয় হয়ে উঠেছে।

ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, ‘ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর তত্ত্বাবধানে পৌর কর্তৃপক্ষ ভাষ্কর্য নির্মাণের উদ্যোগ নেয়। এছাড়া এই ওয়ার্ডে বিজয়সিংহ দীঘির সৌন্দর্য বর্ধনসহ বেশ কিছু উন্নয়ন কাজ চলমান রয়েছে।’

এর আগে মহাসড়কের রামপুর রাস্তার মাথায় আল্লাহু ও মুহাম্মদ (সা.) নামে ভাস্কর্য স্থাপন করে পৌরসভা।