অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে বাড়ি নির্মাণ করে দিয়েছে সেনাবাহিনী

প্রকাশিত: ৮:৪১ অপরাহ্ণ, জুন ২৮, ২০২০

অনলাইন ডেস্ক : বাগেরহাটের মোল্লাহাটে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে অস্বচ্ছল মুক্তিযোদ্ধা অবঃ এক সেনা সদস্য শুক্কুর আহম্মদকে বাসস্থান নির্মাণ করে দেওয়া হয়েছে। মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে রোববার সকালে শুক্কুর আহম্মদকে ঘরের চাবি হস্তান্তর করেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল আনারুল ইসলাম।

সেনা বাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ এর উদ্যোগে সেনাবাহিনীর নিজস্ব তহবিল থেকে অস্বচ্ছল ওই সেনা সদস্যকে বাসস্থান তৈরী করে দেওয়া হয়। ৬ কাঠা জমির উপর পাকা ওয়ালের টিনসেট দিয়ে ২টি রুম একটি বারান্দা ও একটি বাথরুম এবং টিউবয়েল রয়েছে।

ঘর পেয়ে খুশি অবঃ ওই সেনা সদস্য। অবঃ অসচ্ছল সেনা সদস্য মুক্তিযোদ্ধাদের সেনাবাহিনীর পক্ষ থেকে বাসস্থান নির্মাণ করে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় মোল্লাহাট, চিতলমারী, বাগেরহাট সদর উপজেলা সহ এমন ৫ জন অবসরপ্রাপ্ত সেনা সদস্যকে ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ঘর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের কর্নেল আনারুল ইসলাম, লে: কর্ণেল ইসলাম হোসেন, মেজর রাজীব জাহান প্রমূখ।