বাগেরহাটে দেড় শতাধিক মানুষকে চিকিৎসা সেবা দিল সেনাবাহিনী দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৮:১২ অপরাহ্ণ, মে ১৪, ২০২০ অনলাইন ডেস্ক : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে বাগেরহাটের রামপালের দেড় শতাধিক অসহায় দুস্থ মানুষদের বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছে সেনাবাহিনীর সম্মিলিত সামরিক হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার দিনব্যাপী সিএমএইচ হাসপাতালের চিকিৎসকরা প্রত্যন্ত গ্রামের মানুষকে এই চিকিৎসা সেবা দেয়। রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের সন্ন্যাসি মাধ্যমিক বিদ্যালয় মাঠে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধন করেন ২৮ পদাতিক ব্রিগেড ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে গ্রামের অসহায় দুস্থদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেয়ায় খুশি স্থানীয়রা। এ সময়ে বাগেরহাটের স্থানীয় সরকার শাখার উপপরিচালক দেবপ্রসাদ পাল, মল্লিকেরবেড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলামসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। স্বাস্থ্যবিধি মেনে দিনব্যাপী চলা মেডিকেল ক্যাম্পেইনে গ্রামের অসহায় মানুষ চিকিৎসাসেবা নিতে আসেন। মেডিকেল ক্যাম্পে ঢোকার মুখে রোগীরা সারিবদ্ধভাবে লাইনে দাড়িয়ে সাবান দিয়ে হাত ধুয়ে হ্যান্ড গ্লাভস ও মুখে মাক্স পরে তাদের নির্ধারিত স্থানে অপেক্ষা করেন। পরে তাদের ডেকে নিয়ে চিকিৎসাসেবা দেন চিকিৎসকরা। রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের বিভিন্ন গ্রামের দেড় শতাধিক মানুষকে নানারোগের পরীক্ষা নিরীক্ষা করেন এবং তাদের বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার নাজমুল কবির ঝিলাম বলেন, করোনা ভাইরাসের সংক্রমণের ভয়ে অনেকে হাসপাতালে যেয়ে চিকিৎসা নিতে ভয় পাচ্ছিল। এই করোনা প্রাদুর্ভাবের মধ্যে সেনাবাহিনী অসহায় মানুষদের সেবা দিতে এগিয়ে আসায় তাদের ভয় অনেকটা দূর হয়েছে। তাদের এই সেবায় স্থানীয়রা দারুণ খুশি হয়েছে। Share this:FacebookX Related posts: বাগেরহাটে করোনা প্রতিরোধে অভিযান চলাচ্ছে সেনাবাহিনী বাগেরহাটে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বেধন বাগেরহাটে ডাক্তারের বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট যশোরের বেনাপোলে করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বাগেরহাটে শেখ হেলাল উদ্দীনের উদ্যোগে চালু হলো ‘ডক্টরস সেফটি চেম্বার’ বাগেরহাটে রাস্তার উপর কন্যা সন্তান প্রসব উপকূলীয় অঞ্চলে বেঁড়িবাধ নির্মাণের কাজ শুরু করেছে সেনাবাহিনী বাগেরহাটে বিড়ি শ্রমিকদের মানববন্ধন বাগেরহাটে ইসলামিক আর্মি ফোর্স সদস্য গ্রেপ্তার বাগেরহাটে বঙ্গবন্ধু গণপাঠাগার ভবনের উদ্বোধন বাগেরহাটে সেনাবাহিনীর নির্মিত বেড়িবাঁধ হস্তান্তর বাগেরহাটে দুই ফিশিং ট্রলারসহ ২৮ ভারতীয় জেলে আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: চিকিৎসা সেবা দিলদেড় শতাধিকবাগেরহাটেমানুষকেসেনাবাহিনী