উপকূলীয় অঞ্চলে বেঁড়িবাধ নির্মাণের কাজ শুরু করেছে সেনাবাহিনী

প্রকাশিত: ৫:১৮ অপরাহ্ণ, মে ৩১, ২০২০

অনলাইন ডেস্ক : ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্থ বেড়িবাঁধ সংস্কারের কাজ শুরু করেছে বাংলাদেশ সেনাবাহিনী। শনিবার সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের হাজরাখালী পয়েন্টে বেড়িবাঁধ সংস্কারের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেন তারা।

গাছের ছোট ছোট গুড়ি, বালুর বস্তা ও বাঁশ দিয়ে ভাঙনকবলিত বেড়িবাঁধ সংস্কারের এই কাজে নেতৃত্বে দিচ্ছেন লে. কর্নেল আনোয়ার ও লে. কর্নেল ফারহান মনির।

এদিকে, বেড়িবাঁধ সংস্কার কাজ পরিদর্শন করেছেন যশোর ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল হুমায়ুন কবির, ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ফয়সাল বাতেন ও সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল।

মেজর তাজদিক গণমাধ্যমকে জানান, সাতক্ষীরা ও খুলনার অঞ্চলের ভাঙন কবলিত ১৩টি পয়েন্টের বেড়িবাঁধ সংস্কারের কাজ করবেন তারা। এর মধ্যে সাতক্ষীরার আশাশুনি ও শ্যামনগরের ১১টি এবং খুলনার কয়রার ২টি পয়েন্টে রয়েছে। এসব পয়েন্টের বাধ সংস্কার না হওয়া পর্যন্ত তারা অব্যহতভাবে কাজ করবেন।