চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ১০টি মহিষ, ৩টি গরু এবং১৫৩ ফেন্সিডিল উদ্বার

প্রকাশিত: ৩:১৬ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তে বিজিবির মাদক ও চোরাচালান বিরোধী পৃথক কয়েকটি অভিযানে বিপুল পরিমান ফেন্সিডিলসহ ভারতীয় গরু ও মহিষ আটক করা হয়।

বিজিবি সুত্রে জানা গেছে, দুপুর ১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন(৬বিজিবি)এর ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় চুয়াডাঙ্গা দর্শনার ঠাকুরপুর সীমান্তের ঠাকুরপুর মাঠ হতে ৪টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা।

অপরদিকে বেলা তিনটার দিকে একই অভিযানে ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় চুয়াডাঙ্গার দর্শনার চাকুলিয়া সীমান্তের মেইন পিলার ৮৮ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকুলিয়া মাঠ হতে ২টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা মাত্র।

এদিকে ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়। এসময় চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্তের মেইন পিলার ৯০ হতে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঠাকুরপুর মাঠ নামক স্থান হতে ৪টি ভারতীয় মহিষ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ২০ হাজার টাকা মাত্র।

এবং মুন্সিপুর বিওপির টহল কমান্ডার সুবেদার এসকে হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান চালায়। এসময় চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার পিরপুরকুল্লা সীমান্তের মেইন পিলার ৯১ হতে ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পিরপুরকুল্লা মাঠ হতে ৩টি ভারতীয় গরু ও ১টি মহিষ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক মূল্য ৫ লক্ষ ৪০ হাজার টাকা মাত্র। আটককৃত ১০ মহিষ ও ৩টি গরু দর্শনা কাষ্টমস অফিসে জমা করার হয়েছে।

অপরদিকে দর্শনা বিওপির বিশেষ মাদকবিরোধী অভিযানে দর্শনার আরামডাঙ্গা মাঠ হতে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন দর্শনা বিওপির কমান্ডার মোঃ জুলহাস উদ্দিন। তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দর্শনার আরামডাঙ্গা গ্রামের আরামডাঙ্গা মাঠ হতে ১৫৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হন। যার আনুমানিক মূল্য ৬১ হাজার ২০০ টাকা । আটককৃত ফেন্সিডিল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।