চুয়াডাঙ্গার হাতিকাটায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

নিজস্ব প্রতিবেদক : চুয়াডাঙ্গার আলোকদিয়া ইউনিয়নের হাতিকাটায় দুই কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ঝিনাইদাহ র‍্যাব-৬ এর একটি চৌকস দল।

জানা গেছে আটককৃত মাদকব্যবসায়ী মেহেরপুর গাংনী উপজেলার করমদী গ্রামের আইয়ুব আলীর ছেলে মোঃ লিটন আলী (৪০)।

র‍্যাব সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুর ১২ টার দিকে র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম এবং স্কোয়াড কমান্ডার এএসপি এইচ এম শফিকুর রহমান এর নেতৃত্বে চুয়াডাঙ্গা জেলার সদর থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনার নিমিত্তে গমন করেন।

এসময় হাতিকাটা গ্রামের ফিউচার মাস্ক নামক মাস্ক তৈরী প্রতিষ্ঠানের সামনে অভিযান পরিচালনা করে একজন জন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন। এসময় আটককৃত আসামীর দখল হতে ২ কেজি গাঁজা, ১ টি মোবাইল সেট, ২ টি সীম কার্ড উদ্ধার করা হয়।

এ বিষয়ে র‍্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান আটককৃত মাদক ব্যবাসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।