কেন্দুয়ায় ১৪ জুয়ারীর বিরুদ্ধে পুলিশের দুটি মামলা

প্রকাশিত: ৬:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০১৯

নিজস্ব প্রতিবেদক : নগদ টাকা ও জুয়া খেলার অন্যান্য সরঞ্জামাদী সহ পুলিশ ১৪ জুয়ারীকে গ্রেফতার করে শনিবার দুপুরে নেত্রকোণা আদালতে পাঠিয়েছে।

কেন্দুয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খানের নেতৃত্বে অভিযান চালিয়ে শুক্রবার রাত ১১ টার দিকে এস.আই আবুল বাশার ও এস.আই ফজলে এলাহী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সেনের বাজার ও বেখৈরহাটী বাজার এলাকা থেকে জুয়া খেলারত অবস্থায় সরঞ্জামাদী সহ গ্রেফতার করে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে দলপা ইউনিয়নের দৈলা গ্রামের ইদ্রিস আলীর ছেলে মো: রুহুল আমীন, জালাল উদ্দিনের ছেলে পলাশ, বিরেন্দ্র দাসের ছেলে তাপস, শুকলাল বিশ^াসের ছেলে তপন ও সেনের বাজার দোলাইল গ্রামের আবুল কাশেমের ছেলে আব্দুল্লাহ, আব্দুল হামিদের ছেলে গোলাপ, নুরুল ইসলামের ছেলে ইয়াসিন, রাজিবপুর পাতারিয়া পাড়ার বিদ্য মিয়ার ছেলে আরিফ, ইনছান মিয়ার ছেলে ইকবাল, আব্দুল মান্নাফের ছেলে নুরুল হক, টেংগুরী হরিয়ামালা গ্রামের লকুচ মিয়ার ছেলে কাজল, রাজিবপুর বাঙ্গালীপাড়ার সুবজ মিয়ার ছেলে নাঈম, রাজিবপুর হারিপাড়া গ্রামের জনাব আলীর ছেলে জসিম, দুখিয়াগাতী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোজাম্মেল।

এ ঘটনায় পুলিশের এ.এস.আই বিল্লাল হোসেন বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে এবং এস.আই আবুল বাশার বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে জুয়া আইনে কেন্দুয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।

কেন্দুয়া থানা ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) হাবিবুল্লাহ খান জানান, নগত টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদী সহ পৃথক অভিযান জালিয়ে ১৪ জনকে গ্রেফতার করে নেত্রকোণা আদালতে পাঠানো হয়েছে। এদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে জুয়া আইনে পৃথক দুইটি মামলা দায়ের করেছেন।

ঢাকার দুই সিটি নির্বাচনে ৩৫ হাজার ইভিএম