হালুয়াঘাটে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেফতার

প্রকাশিত: ৮:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৩, ২০২০
হালুয়াঘাটে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেফতার

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে স্ত্রী হত্যার দায়ে আদালত কর্তৃক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছেন হালুয়াঘাট থানা পুলিশ।

জানা যায়, উপজেলার গাজিরভিটা ইউনিয়নের বরাক গ্রামের মুছা আলীর পুত্র আবু হানিফা ওরফে হানিফ (৪৮) ১৯৯৮ সনের অক্টোর মাসে নিজ বাড়িতে স্ত্রী শাহনাজকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। এ সময় শাহনাজ অন্তস্বত্বা ছিলেন। পরে শাহনাজের ভাই বজলুর রহমান বাদী হয়ে ঘাতক ভগ্নীপতি আবু হানিফা ওরফে হানিফ এর নামে হালুয়াঘাট থানায় ১৯৯৮ সনের অক্টোর মাসে একটি হত্যা মামলা দায়ের করেন। যাহার নং-৫(১০)১৯৯৮।

পরবর্তীত্বে র্দীঘ শুনানির পর বিজ্ঞ দায়রা জজ আদালতের বিজ্ঞবিচারক দোসী স্যাব্যস্ত করে আবু হানিফা ওরফে হানিফকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেন। যাহার জিআর নং-৪৫১(২)১৯৯৮, দায়রা নং-৪৯/৯৯, হাইকোর্ট ফৌজদারী আপিল নং-৩১২৯/০২, সুপ্রীম কোর্ট ফৌজদারী আপিল নং-২৩/০৯,ধারা-৩০২,প্রসেস নং-১৪৬, জিআর ডব্লিউ এ নং-১৪৭/২০।

গ্রেফতারী পরোয়ানা বলে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাসের নেতৃত্বে উপ-পুলিশ পরির্দশক আসকরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গত শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে ডাকিয়াপাড়া বাজার থেকে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু হানিফা ওরফে হানিফকে গ্রেফতার করেন।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আবু হানিফা ওরফে হানিফকে গ্রেফতারের পর ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করা হয়েছে।