কেন্দুয়ায় অবৈধ ইটভাটা ভেঙ্গে দিলেন ম্যাজিষ্ট্রেট

প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২১

অনলাইন ডেস্ক : পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় নেত্রকোণার কেন্দুয়া উপজেলার গন্ডা ইউনিয়নের কালিয়ান নামক স্থানে অবস্থিত একটি অবৈধ ইটভাটা ভেঙ্গে দিলেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: খবিরুল আহসান।

মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্দেশে একদল পুলিশ নিয়ে অভিযান চালিয়ে মেসার্স একতা বিল্ডার্স নামের ইট ভাটাটি ভেঙ্গে দেয়া হয়।

সহকারি কমিশনার (ভূমি) মো: খবিরুল আহসান জানান, কালিয়ান গ্রামের মো: শফিকুল ইসলাম বাদলের স্থাপিত (মেসার্স একতা বিল্ডার্স) ইট ভাটাটির ০১ কিলোমিটারের মধ্যে আবাসিক এলাকা। ২শ ২১ মিটার দুরে কালিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৩শ ১৯ মিটার দুরে কালিয়ান হাফিজিয়া মাদ্রাসার অবস্থান। ফলে এখানে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন পরিবেশ সম্মত ও গ্রহনযোগ্য নয়।

জেলা প্রশাসন বরাবর নেত্রকোণা পরিবেশ অধিদপ্তরের এক আবেদনের প্রেক্ষিতে জেলা প্রশাসন এই ইট ভাটার সকল কার্যক্রম সম্পূনরুপে বন্ধ করে সকল স্থাপনা পরিবেশ সম্মত এবং আইন সম্মত স্থানে স্থনান্তরের নির্দেশ দেন।

নেত্রকোণার অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সুহেল মাহমুদ স্বাক্ষরিত এক পত্রে কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেয়া হলে নির্বার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মো: খবিরুল আহসান মঙ্গলবার এ অভিযান পরিচালনা করেন। এসময় ভোল্ডডোজার দিয়ে ইটভাটার সকল স্থাপনা ও প্রস্তুত করা ইট ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়।