পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ: যুবকের দুই বছরের কারাদনণ্ড, একজন বহিস্কার

প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০

নিজস্ব প্রতিবেদক : কেন্দুয়ায় নকলমুক্ত ঘোষিত এস.এস.সি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে তানিম আহম্মেদ নামের এক যুবকের দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম।

রবিবার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভ্যানু কেন্দ্র সায়মা শাহজাহান একাডেমি কেন্দ্রে পরীক্ষার্থীর নিকট নকল সরবরাহ করছিল তানিম। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও ওই কেন্দ্রেই অবস্থান করছিলেন। পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের সময় ম্যাজিষ্ট্রেটের নির্দেশে পুলিশ ওই যুবককে নকল সহ হাতে নাতে ধরে ফেলে।

পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইন ১৯৮০ এর ৯-এ দোষি সাব্যস্ত হওয়ায় তানিম আহম্মেদকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। একই সঙ্গে নগদ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়।

এসময় ওই পরীক্ষা কেন্দ্রের এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। সে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এছাড়া দন্ড প্রাপ্ত যুবক তানিম আহম্মেদের বাড়ি কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের শিমুলাটিয়া গ্রামে। সে ওই গ্রামের ফজল করিমের ছেলে।

এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে দোষি সাব্যস্ত হওয়ায় পাবলিক পরীক্ষা আইনে তানিম আহম্মেদকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, এসময় আমি ওই কেন্দ্রেই ছিলাম। আমার পর্যবেক্ষণে মনে হয়, পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের সঙ্গে শিক্ষকদের একটি সিন্ডিকেট জড়িত আছে। তানিম ওই সিন্ডিকেটের একজন সদস্য থাকতে পারে। তাকে নকল সহ হাতে নাতে ধরতে পেরেই এ দন্ডাদেশ দেয়া হয়েছে।