পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহ: যুবকের দুই বছরের কারাদনণ্ড, একজন বহিস্কার দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১০:৫২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক : কেন্দুয়ায় নকলমুক্ত ঘোষিত এস.এস.সি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে তানিম আহম্মেদ নামের এক যুবকের দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম। রবিবার ইংরেজী দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ভ্যানু কেন্দ্র সায়মা শাহজাহান একাডেমি কেন্দ্রে পরীক্ষার্থীর নিকট নকল সরবরাহ করছিল তানিম। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ইউএনও ওই কেন্দ্রেই অবস্থান করছিলেন। পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের সময় ম্যাজিষ্ট্রেটের নির্দেশে পুলিশ ওই যুবককে নকল সহ হাতে নাতে ধরে ফেলে। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট পাবলিক পরীক্ষা সমূহ অপরাধ আইন ১৯৮০ এর ৯-এ দোষি সাব্যস্ত হওয়ায় তানিম আহম্মেদকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেন। একই সঙ্গে নগদ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়। এসময় ওই পরীক্ষা কেন্দ্রের এক পরীক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিস্কার করা হয়েছে। সে কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র। এছাড়া দন্ড প্রাপ্ত যুবক তানিম আহম্মেদের বাড়ি কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের শিমুলাটিয়া গ্রামে। সে ওই গ্রামের ফজল করিমের ছেলে। এ ব্যাপারে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও আল-ইমরান রুহুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরীক্ষাকেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে দোষি সাব্যস্ত হওয়ায় পাবলিক পরীক্ষা আইনে তানিম আহম্মেদকে দুই বছরের বিনাশ্রম কারাদন্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডাদেশ দেয়া হয়েছে। তিনি বলেন, এসময় আমি ওই কেন্দ্রেই ছিলাম। আমার পর্যবেক্ষণে মনে হয়, পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের সঙ্গে শিক্ষকদের একটি সিন্ডিকেট জড়িত আছে। তানিম ওই সিন্ডিকেটের একজন সদস্য থাকতে পারে। তাকে নকল সহ হাতে নাতে ধরতে পেরেই এ দন্ডাদেশ দেয়া হয়েছে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে স্ত্রী হত্যার দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক স্বামী গ্রেফতার গৌরীপুরে বিতর্কিত শিক্ষক ও তার ২ সহযোগী ইয়াবাসহ গ্রেফতার শেরপুরে ভুয়া প্রশ্নপত্র ফাঁসকারী সাইবার ক্রাইম দলের সদস্য গ্রেফতার ময়মনসিংহে ৭০০ গ্রাম গাঁজা ও নগদ টাকাসহ গাঁজা ব্যবসায়ী আটক গফরগাঁও’র চাঞ্চল্যকর ধর্ষণের পর নৃশংস হত্যা মামলার আসামি আটক গৌরীপুরে ছুরিকাঘাতে নবম শ্রেনীর ছাত্র খুন মুক্তাগাছায় ১৯৩ বোতল ফেন্সিডিলসহ আটক-৩ ময়মনসিংহে তিন ভেজাল ওষুধ ব্যবসায়ীর কারাদন্ড হালুয়াঘাটে চাঁদা আদায়ের অভিযোগে পৌর কাউন্সিলরসহ আটক-২ তথ্য প্রতিমন্ত্রীকে ফেসবুকে কটুক্তি করায় মেয়রের বিরুদ্ধে আইসিটি মামলা যশোদা পরিবহণ থেকে বিপুল পরিমান ভারতীয় পণ্য উদ্ধার, ২ চোরাকারবারি আটক গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামী কার্জন গ্রেফতার SHARES Matched Content অপরাধ বিষয়: একজন বহিস্কারপরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহযুবকের দুই বছরের কারাদনণ্ড