গৌরীপুরে স্বেচ্ছাসেবকলীগ নেতা শুভ্র হত্যা মামলার আসামী কার্জন গ্রেফতার

প্রকাশিত: ১২:৪৯ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ১০, ২০২১

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যা মামলার অন্যতম আসামী মাসুদ পারভেজ কার্জনকে গ্রেফতার করেছে ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ।

সে উপজেলার পূর্ব কাউরাট গ্রামের আবু সাঈদ মাহমুদের ছেলে এবং এই হত্যা মামলার প্রধান আসামী রিয়াদুজ্জামান রিয়াদের ভাই। সে এই চাঞ্চল্যকর হত্যাকান্ডে সরাসরি অংশগ্রহণকারী অন্যতম আসামী। দীর্ঘদিন যাবৎ কার্জন পলাতক ছিল।

মামলার তদন্তকারী কর্মকর্তা ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার অফিসার-ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম (বার) হকার সেজে অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন এলাকার টংগী পশ্চিম থানা রোড হতে রবিবার (০৭ ফেব্রুয়ারি) রাতে তাকে গ্রেফতার করে। সোমবার আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করে ০৫ দিনের পুলিশ রিমান্ড প্রার্থনা করা হয়।

উল্লেখ্য গতবছর ১৭ অক্টোবর রাত ১০টার দিকে গৌরীপুর মধ্য বাজারস্থ রহিমের চা-স্টলের সামনে মাসুদুর রহমান শুভ্রকে দুস্কৃতিকারীরা প্রকাশ্যে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে।