নান্দাইলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুজিববর্ষ নিয়ে কটুক্তি, সাবেক মেয়র আটক

প্রকাশিত: ২:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের নান্দাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী ও মুজিববর্ষ নিয়ে কটুক্তিপূর্ণ বক্তব্য প্রচারের অপরাধে পৌরসভার সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুলকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ জানুয়ারী) রাত নয়টার দিকে নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়। আটককৃত আজিজুল ইসলাম পিকুল নান্দাইল পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং নান্দাইল পৌরসভার সাবেক মেয়র। তার বাড়ি পৌর এলাকার চারআনি মহল্লায়।

নান্দাইল থানার অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ জানান, গত শুক্রবার দুপুরে পিকুলের ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয় মুজিববর্ষ বিষয়ে। সেখানে তিনি আপত্তিকর নানা মন্তব্য করেন। রাজনৈতিক বিদ্বেষপূর্ন লেখাটি ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়।

এ দিকে পিকুলের মন্তব্য নিয়ে সমালোচনা শুরু হলে স্ট্যাটাসটি ফেসবুকের টাইমলাইন থেকে মুছে ফেলা হয়। কিন্তু অনেকেই মূল স্ট্যাটাসের স্ক্রিনশট রেখে দেয়ায় ঘটনা ধামাচাপা দেওয়া সম্ভব হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনাটি ভাইরাল হতে থাকে। সাবেক মেয়রের বিরুদ্ধে প্রশাসনের বিভিন্ন স্তরে অভিযোগ করেন অনেকে। অফিসার ইনচার্জ মুনসুর আহমেদ আরো জানান, পিকুলের বিরুদ্ধে মামলা দায়ের প্রক্রিয়াধীন।