হালুয়াঘাটে করোনাভাইরাস প্রতিরোধে মোবাইল কোর্টে জরিমানা

প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, মে ২২, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : করোনাভাইরাস প্রতিরোধে মার্কেট ও শপিংমল বন্ধের নির্দেশনা বাস্তবায়ন, ফুটপাত থেকে দোকান উচ্ছেদ এবং সামাজিক দূরত্ব নিশ্চিতকরণে ময়মনসিংহের হালুয়াঘাটে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এছাড়াও অবৈধ প্রক্রিয়ায় উৎপাদিত ভেজাল খোলা সেমাই জব্দ সহ ৬ প্রতিষ্ঠানকে ১৫ হাজার ৫ শত টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার (২১ মে) বিকেলে হালুয়াঘাট পৌরশহরের বিভিন্নস্থানে বাজার মনিটরিং কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দন্ডাদেশ প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ।

পাশাপাশি করোনা প্রতিরোধে জনসচেতনা বৃদ্ধি ও করোনা ভাইরাস থেকে রেহাই পেতে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি বর্তমান প্রোপটে সামাজিক বিচ্ছিন্নতা বজায় রাখা এবং বিনা কারণে বাড়ির বাইরে না আসার জন্য সর্বস্থরের জনসাধারণকে পরামর্শ ও নির্দেশনা দেয়া হয়।

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন হালুয়াঘাট থানার সঙ্গীয় ফোর্সসহ সংশ্লিষ্ট কর্মকতারা।