হালুয়াঘাটে রাস্তায় ঘুড়ে ঘুড়ে ত্রাণ বিতরণ করলেন ইউএনও রেজাউল করিম

প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, এপ্রিল ১, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে করোনাভাইরাস এর কারণে সরকারি নির্দেশ অনুযায়ী কর্মহীন অসহায় শ্রমজীবি মানুষের মাঝে সরকার কর্তৃক বরাদ্দকৃত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন হালুয়াঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

তিনি ১ এপ্রিল বুধবার অপরাহ্ন থেকে সন্ধা পর্যন্ত পৌরশহরসহ উপজেলার প্রত্যান্ত গ্রামাঞ্চলে ঘুড়ে ঘুড়ে প্রায় ২শত দুস্থ অসহায় শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার (ভূমি) তানভির আহমেদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ সহ একদল পুলিশ ও সংশ্লিষ্ট সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিম বলেন, উপজেলার বিভিন্ন রাস্তায় ঘুড়ে ঘুড়ে দুস্থ পরিবারের মাঝে একটি সাবান ও ১০ কেজি করে চাল প্রায় ২শত পরিবারের কাছে বিতরণ করেছেন। উপজেলার ১২টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় সরকারি ভাবে ত্রাণ ও দূর্যোগ মন্ত্রনালয় থেকে ১৪ টন চাল ও নগদ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দ পেয়েছেন। প্রতিদিনই প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সর্বসাধারণকে নিজ নিজ ঘরে থাকতে বিশেষ ভাবে অনুরোধ জানান।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি রোধ করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সার্বক্ষণিক বাজার মনিটারিং করছেন। করোনাভাইরাস প্রতিরোধ করতে সকলকে সামাজিক দূরুত্ব বজায় রেখে, মরণ ঘাতক করোনাভাইরাস নিয়ে সচেতন থাকার জন্য সকলকে সামাজিক দূরুত্ব বজায় রাখতে আহবান জানান।