হালুয়াঘাটে ব্যক্তি উদ্যেগে ৭০০ কর্মহীন পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে মরণঘাতী করোনাভাইরাস এর কারণে ঘোষিত লকডাউনে গৃহবন্ধী অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন পৌরসভার ৩ নং ওয়ার্ডের সমাজ সেবক হালুয়াঘাট পৌরসভার প্রথম নির্বাচনের ৩ নং ওয়ার্ডের প্রতিদন্ধী কাউন্সিলর প্রার্থী মিজানুর রহমান বাদল।

তিনি পৌরসভার ৩ নং ওয়ার্ডের দক্ষিণ মনিকুড়া, পশ্চিম মনিকুড়া, ঋষিপাড়াসহ বিভিন্ন স্থানে গত ২৫ এপ্রিল থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে ২৮ এপ্রিল পর্যন্ত টানা চার দিন সকাল ৯ টা থেকে বিকাল ২টা পর্যন্ত প্রায় ৭০০ ব্যক্তিকে ব্যক্তি উদ্যোগে নিজস্ব অর্থায়নে অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন।

এ বিষয়ে মিজানুর রহমান বাদল বলেন, সরকার কর্তৃক ঘোষিত লকডাউনে গৃহবন্ধী অসহায় হতদরিদ্র পরিবারের পাশে দাড়ানোর জন্য তিনি ব্যক্তিগত উদ্যেগে চার দিন যাবত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন। আগামীকাল কসাইপাড়া এলাকায় খালেক এর বাড়িতে সকাল ৯ টা থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করবেন। এই দূর্যোগ মূহুর্তে অসহায় মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বিত্তবানদের আহবান জানান তিনি। এ সময় স্থানীয় ব্যবসায়ী আব্দুল গণি, শাহ আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।