হালুয়াঘাটে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত,ঘাতক আটক

প্রকাশিত: ৩:২৪ অপরাহ্ণ, জুন ২০, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে পান খাওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদের নেতৃত্বে উপ-পুলিশ পরির্দশক হাবিবুর রহমান শনিবার (২০জুন) দুপুরে ধারা ইউনিয়ন পরিষদের সামনের বাইপাস রাস্তা থেকে ঘাতক ছোট ভাই মাজাহারুল ইসলামকে (২৭) আটক করেন। গত ১৯ জুন শুক্রবার দুপুরে উপজেলার ধারা ইউনিয়নের চাঁদশ্রী গ্রামে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বিপ্লব জানায়, শুক্রবার দুপুরে ধারা ইউনিয়নের চাঁদশ্রী গ্রামের নূরুল ইসলামের পুত্র নাদিমুল ও মাজাহারুল ইসলাম ঠান্ডা ভাত ও পান খাওয়াকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনায় দুই ভাইয়ের ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে মাজাহারুল বড় ভাই খাদিমুলকে লক্ষ্য করে বাঁশের লাঠি ছুড়ে মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্বজনরা খাদিমুলকে স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে খাদিমুল মৃত্যু বরণ করেন।

নিহতের পিতা নূরুল ইসলাম সাংবাদিকদের জানান, শুক্রবার দুপুরে পান খাওয়া নিয়ে দুই ভাইয়ের ঝগড়া হয়। একপর্যায়ে মাজহারুল বড় ভাই খাদিমুলকে বাঁশের লাঠি ছুড়ে মারলে সে মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় খাদিমুল মৃত্যু বরণ করেন বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ এ প্রতিবেদককে বলেন, তুচ্ছ ঘটনায় ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই খুন হয়েছেন এমন সংবাদের ভিত্তিত্বে ঘটনাস্থল পরির্দশন করে ঘাতক মাজহারুলকে আটক করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছেন। এ ঘটনায় অত্র থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান।