হালুয়াঘাটে আরো একজন করোনায় আক্রান্ত,মোট আক্রান্ত ২৬

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে করোনা ভাইরাসে নতুন করে আরো একজন আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ব্যক্তির নাম আব্দুর রহমান (৬৫)। সে পেশায় একজন মুদি দোকানদার। সে পৌরশহরের মনিকুড়া গ্রামে বসবাস করেন। এ নিয়ে অত্র উপজেলায় করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২৬ জন। চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন দুইজন মেডিকেল অফিসারসহ ৮ জন।

২২ জুন সোমবার রাত ১১ টায় নতুন করে আরো ১ জন করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুনির আহমেদ। তিনি বলেন, ময়মনসিংহ মেডিক্যাল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে হালুয়াঘাটের ৯ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। পরিক্ষায় মুদি দোকানদার আব্দুর রহমান (৬৫) নামে এক জনের করোনা পজেটিভ আসে। এ পর্যন্ত ৩৩১ জনের নমূনা পরীক্ষায় ২৬ জনের করোনা শনাক্ত হয়।

আজ নতুন করে ২৮ জনের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। দুইজন চিকিৎসকসহ সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। গত ১৬ এপ্রিল অত্র উপজেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়।