হালুয়াঘাটে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সবজি বীজ বিতরণ

প্রকাশিত: ১০:১০ অপরাহ্ণ, জুন ১৯, ২০২০

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় একইঞ্চি জমিও পতিত রাখা যাবেনা সে মর্মে পারিবারিক সবজি বাগান স্থাপনের জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রনোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সবজির বীজ/চারা বিতরণ করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শুক্রবার (১৯জুন) দুপুরে স্থানীয় ব্যাডমিন্টন প্রাঙ্গনে বিনামূল্যে সবজির বীজ/চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ-১ আসনের সাংসদ জুয়েল আরেং।

উপজেলা নির্বাহী অফিসার রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভা ও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবীরুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রশিদ, যুগ্ম-সম্পাদক মোরর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ প্রমূখ।

এ সময় উপজেলার প্রায় ৪৮৪ জন প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন সবজি বীজ ও চেক বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য জুয়েল আরেং।