হালুয়াঘাটে ২শ পরিবারকে অর্থ ও খাদ্য সহায়তা দিলেন বিএনপি নেতা রুবেল

প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, মে ২২, ২০২০

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি : মহামারী করোনা ভাইরাসে কারণে ময়মনসিংহের হালুয়াঘাটে অসহায় দুস্থ ও কর্মহীন পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব সালমান ওমর রুবেল।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মেঘশিমূল এগ্রো ফিসারিজ প্রাঙ্গণে সামাজিক দূরুত্ব নিশ্চিত রেখে প্রায় ২শত পরিবারের মাঝে সালমান ওমর রুবেলের পক্ষে দলের নেতাকর্মীরা কর্মহীনদের মাঝে এ সহায়তা বিতরণ করেন।

বিতরণ অনুষ্ঠানে আজিজুল ইসলামের সভাপতিত্বে বিএনপি নেতা হিশাম বাক্কার, রতন খান, মুখলেছুর রহমান, ছাত্রনেতা ফয়সাল খান, দেলোয়ার, তুষার, মাহমুদুল প্রমুখ উপস্থিত ছিলেন ।
এসময় নেতাকর্মীরা বক্তব্যে বলেন, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলায় করোনা সংক্রমনের পর থেকেই কর্মহীনদের বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছেন সালমান ওমর রুবেল। ১৫ হাজারের অধিক মানুষকে তিনি নিজস্ব অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আমরা উনার এমন উদ্যোগকে স্বাগত জানাই।

এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালমান ওমর রুবেল বলেন, আমার ব্যক্তিগত তহবিল থেকে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়েছি। আমার সবজি বাগানের সকল সবজি কর্মহীনদের দিয়ে দিয়েছি। আমি আমার জাগয়া থেকে মনে করেছি এটি আমার দায়িত্ব। দল ক্ষমতায় থাকলেই মানুষ সহযোগিতা করতে হবে এমনটি নয়। আমাদের এই ধারনা থেকে বেড়িয়ে আসতে হবে। যার যার অবস্থান থেকে বর্তমান পরিস্থিতি কর্মহীনদের পাশে এগিয়ে আসার আহবান জানান তিনি।