বাগেরহাটে ইসলামিক আর্মি ফোর্স সদস্য গ্রেপ্তার

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, জুন ১৭, ২০২০

অনলাইন ডেস্ক : বাগেরহাটে ইসলামীক আর্মি ফোর্সের (আইএএফ) এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। মোহাম্মদ আলী খান (২৩) নামে গ্রেপ্তারকৃত কথিত আইএএফ সদস্য মোড়েলগঞ্জ উপজেলার উত্তর সরালিয়া গ্রামের মনিরুজ্জামান মনিরের ছেলে।

পুলিশ বলছে, গ্রেপ্তারকৃত মোহাম্মদ আলী খান নিজেকে ইসলামীক আর্মি ফোর্সের (আইএএফ) সদস্য হিসাবে দাবী করেছে। বুধবার বিকালে বাগেরহাটের পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিং এ তথ্য জানান।

বাগেরহাটের পুলিশ সুপার আরো জানান, মোহাম্মদ আলী খান সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্র ও সন্ত্রাসবাদী কর্মকান্ডের বিষয়ে ভিডিও বার্তা প্রচার করে। জনগনের কাছে বিকাশ নম্বর ও ব্যাক্তিগত ব্যাংক হিসাব নাম্বার দিয়ে সেখানে চাঁদা দেওয়ার আহবান করে। এছাড়া বাংলাদেশ সরকার ও বিভিন্ন বাহিনীকে সন্ত্রাসী হামলার হুমকি প্রদানসহ দেশের শান্তি-শৃংখলা ও জননিরাপত্তা বিপন্ন করার চেষ্টা করছে। বিষয়টি পুলিশের নজরে এলে মঙ্গলবার ভোরে মোহাম্মদ আলী খানকে মোড়েলগঞ্জে উত্তর সরালিয়া গ্রাম থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।