বাগেরহাটে বঙ্গবন্ধু গণপাঠাগার ভবনের উদ্বোধন

প্রকাশিত: ১১:১১ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২০

অনলাইন ডেস্ক : বাগেরহাটের রামপাল উপজেলার চাকশ্রী বাজারে নবনির্মিত বঙ্গবন্ধু গণপাঠাগার ভবনের উদ্বোধন করেন খুলনা সিটি কপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

শনিবার দুপুরে বাইনতলা ইউনিয়ন পরিষদের নিজস্ব অর্থায়নে চাকশ্রী বাজারে ১৩ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে এই গণ পাঠাগার নির্মিত করা হয়।

এসময় রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাধন কুমার বিশ্বাস, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মোল্লা আব্দুর রউফ, ভাইস চেয়ারম্যান নুরুল হক রিপন, রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক, বাইনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মাদ আব্দুল্লাহ ফকির, বাইনতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ হারুন অর রশীদ, বাইনতলা ইউনিয়ন পরিষদের সকল সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

স্থানীয় জ্ঞান পিপাষুরা পাঠাগারে এসে বিনামূল্যে বই পড়ার পাশাপাশি প্রয়োজনে পাঠাগারের নিয়ম মেনে বই ধার নিয়ে বাড়িতে রেখেও পড়তে পারবেন। প্রত্যন্ত গ্রামের বাজারে পাঠাগার স্থাপনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা।