যশোরের বেনাপোলে করোনাভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০ রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধিঃ এখনো পর্যন্ত দেশে কেউ প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত না হলেও সম্প্রতি যুক্তরাষ্ট্র উচ্চ ঝুঁকিতে থাকা যে ২৫টি দেশের নাম উল্লেখ করেছে, তাতে রয়েছে বাংলাদেশের নাম। এ খবরে নড়েচড়ে বসেছে স্বাস্থ্য বিভাগ। করোনাভাইরাস প্রতিরোধে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর যশোরের বেনাপোলে জোরদার করা হয়েছে স্বাস্থ্য বিভাগের কার্যক্রম। সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে বেনাপোল চেকপোস্টসহ বন্দরের সর্বত্র। ভারত থেকে যারা বাংলাদেশে ঢুকছে, তাদের অত্যন্ত সতর্কতার সঙ্গে পরীক্ষা-নিরীক্ষা করে দেখছে স্বাস্থ্য বিভাগ। করোনাভাইরাসে আক্রান্ত কোনো ব্যক্তি যেন দেশে প্রবেশ করতে না পারে সে জন্য স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করছে ইমিগ্রেশন পুলিশ। গত ১৭ জানুয়ারি থেকে বেনাপোল চেকপোস্টে এ পরীক্ষা শুরু হয়। শুরুতে পাসপোর্টধারীদের স্বাস্থ্য পরীক্ষা করা হলেও এখন ট্রাকচালক, হেলপার ও রেল যাত্রীদেরও স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। গত বৃহস্পতিবার বিকেলে বেনাপোল চেকপোস্টে সরেজমিন দেখা গেছে, ভারত থেকে আসা ব্যক্তিদের স্বাস্থ্য পরীক্ষা ছাড়া ইমিগ্রেশনের অন্যান্য আনুষ্ঠানিকতা সারতে দেওয়া হচ্ছে না। সেখান থেকে আসা পণ্যবাহী ট্রাকের চালক ও শ্রমিকদের ক্ষেত্রেও অনুসরণ করা হচ্ছে একই নিয়ম। বেনাপোল রেলস্টেশনে গত রবি ও বৃহস্পতিবার ভারত থেকে আসা বন্ধন ট্রেনের যাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বেনাপোলে দায়িত্বরত মেডিক্যাল দলের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ পর্যন্ত (বৃহস্পতিবার দুপুর ৩টা পর্যন্ত) এক লাখ ৫২ হাজার ৯১ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তাদের মধ্যে এক লাখ ১৪ হাজার ৫০৫ জন বাংলাদেশি, ২৫ হাজার ৫৭৫ জন ভারতীয়, ৩১২ জন বিভিন্ন দেশের নাগরিক, ১১ হাজার ২৪১ জন ট্রাকচালক ও হেলপার এবং ৪৫৮ জন রেল যাত্রী রয়েছে। স্বাস্থ্য পরীক্ষায় বেনাপোল চেকপোস্টে চারটি মেডিক্যাল দল কাজ করছে। প্রত্যেক দলে দুজন করে মেডিক্যাল কর্মকর্তা রয়েছেন। স্বাস্থ্য সহকারী ও নার্স মিলে ২৪ জন পর্যায়ক্রমে দায়িত্ব পালন করছেন বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইউসুফ আলী। এনডিসি প্রতিনিধি দলের বেনাপোল পরিদর্শন : ঢাকা ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ৩০ সদস্যের দেশি-বিদেশি একটি প্রতিনিধিদল গত বৃহস্পতিবার দুপুরে অভিজ্ঞতা অর্জনে বেনাপোল কাস্টমস, স্থলবন্দর, চেকপোস্ট ও নো ম্যান্স ল্যান্ড পরিদর্শন করে। অ্যাডমিরাল মো. শফিউল আজমের নেতৃত্বে প্রতিনিধিদলে ভারত, শ্রীলঙ্কা, মিসর, সংযুক্ত আরব আমিরাতসহ বাংলাদেশের বিভিন্ন বাহিনীর শিক্ষার্থীরা ছিলেন। এর আগে বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. মো. নেয়ামুল ইসলামের সভাপতিত্বে বেনাপোল কাস্টমস ক্লাবে কাস্টমস ও বন্দরে আমদানি-রপ্তানি, শুল্কায়নপ্রক্রিয়া এবং পণ্য খালাসপ্রক্রিয়ার ওপর আলোচনা করা হয়। পরে প্রতিনিধিদলটি বেনাপোল চেকপোস্টে গেলে বন্দরের বিভিন্ন কার্যক্রম দেখান বন্দরের উপপরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার। Share this:FacebookX Related posts: যশোরের বেনাপোলে একাধিক মামলার আসামীর মরদেহ উদ্ধার যশোরের বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ২০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার যশোরের বেনাপোলে মালবাহী ট্রেনের সাথে পণ্য বোঝাই ট্রাকের সংঘর্ষ যশোরের বেনাপোলে র্যাবের অভিযান ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১ বেনাপোলে ৩০ পিস স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক শহীদ মিনার নেই যশোরের ৬৫০ শিক্ষা প্রতিষ্ঠানে যশোরের শার্শায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত : আহত ২০ বেনাপোলে করোনা ভাইরাস প্রতিরোধে ছাত্রদলের উদ্দ্যোগে জীবাণুনাশক স্প্রে বেনাপোলে ৩৮ কেজি গাঁজা,ফেনসিডিল ও মদ উদ্ধার বেনাপোলে র্যাবের অভিযানে গাঁজাসহ গ্রেফতার-১ যশোরের শার্শায় মাছের ঘেরে র্যাবের অভিযান গাঁজাসহ গ্রেফতার-১ বেনাপোলে গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক SHARES Matched Content খুলনা বিভাগ বিষয়: করোনাভাইরাস প্রতিরোধেবেনাপোলেযশোরেরসর্বোচ্চ সতর্কতা