বাগেরহাটে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ কাজের উদ্বেধন

প্রকাশিত: ৯:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০

নিজস্ব প্রতিবেদক ; জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাগেরহাট জেলা পরিষদ প্রঙ্গনে জাতির পিতা ম্যুরাল নির্মাণ কাজ মঙ্গলবার শুরু হয়েছ্। এ নির্মাণ কাজের উদ্বোধন করেন বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু।

এসময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শৈলেন্দ্র নাথ মন্ডলসহ জেলা পরিষদের সদস্যবৃন্দ, কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মুরালটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে ৬ লাখ ৫০ হাজার টাকা।

জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মো. আওলাদ হোসেন জানান, ১৩২ বর্গফুট আওতনে অবকাঠামো নির্মান করা হচ্ছে। ৮ ফুট প্রশস্থ ও সাড়ে ৬ ফুট উচ্চতার এই মুরালটি মাল্টিকালার হবে। বিভিন্ন ধরনের সিরামিক টাইলস ব্যবহারের মাধ্যমে প্রতিকৃতিটি ফুটিয়ে তোলা হবে। ভালো মানের উপকরন ব্যবহারের মাধ্যমে দৃষ্টিনন্দন হবে মুরালটি।

আগামী ১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে এখানে শ্রদ্ধাঞ্জলি জানানোর মাধ্যমে বঙ্গবন্ধুর শতবার্ষিকী উদ্যাপন উৎসব শুরু হবে।