বাগেরহাটে রাস্তার উপর কন্যা সন্তান প্রসব

প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, মে ৮, ২০২০

অনলাইন ডেস্ক : বাগেরহাট শহরের দাশপাড়া মোড়ে শুক্রবার ভোরে উন্মুক্ত জায়গায় নিপা মন্ডল (২৪) নামে গৃহবধূ শিশু কন্যা প্রসব করেছে। মোরেলগঞ্জ উপজেলার লক্ষীখালি গ্রামের হতদরিদ্র কৃষক অমৃত মন্ডল এর স্ত্রী নিপা মন্ডল (২৫) এর প্রসব বেদনা উঠিলে, তাকে চিকিৎসার জন্য তার পরিবার বাগেরহাট শহরের দাশপাড়া মোড়ে মুক্তি ক্লিনিকে নেওয়ার চেষ্টাকালে ক্লিনিকের সামনে রাস্তার উপর বাচ্চা প্রসব করে। পরে পুলিশ তাদের উদ্ধার করে মুক্তি ক্লনিকে ভর্তি করে।

বাগেরহাট সদর মডেল থানার অফিসার ইনচার্জ মাহাতাব উদ্দিন জানান, জনৈক ব্যক্তি ৯৯৯ এ ফোন দিলে, আমরা শিশুসহ মাকে রাস্তা থেকে তুলে নিয়ে স্বাস্থ্য সেবা গ্রহনের জন্য স্থানীয় মুক্তি ক্লিনিকে ভর্তি করি। পরে বাচ্চার মায়ের স্বাস্থ্য সেবার জন্য কিছু পুষ্টিকর ফল ও বাচ্চার চিকিৎসার জন্য সামান্য আর্থিক অনুদান প্রদান করা হয়।

শিশু বাচ্চার বাবা কৃষক অমৃত মন্ডল অন্যের জমিতে ধান কাটার জন্য বর্তমানে চিতলমারী উপজেলায় অবস্থান করছেন। মুক্তি ক্লিনিকের চিকিৎসক ডা: কাইউম জানান, মা ও শিশু উভয়ই সুস্থ আছেনে।