কুড়িগ্রামে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে হালুয়াঘাটে মানববন্ধন

প্রকাশিত: ২:৩৭ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২০

জোটন চন্দ্র ঘোষ,হালুয়াঘাট : সম্প্রতি মধ্যরাতে বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে বাড়ি থেকে তুলে এনে শারীরিক নির্যাতন করে ভ্রাম্যমাণ আদালতে কারাদন্ড দেয়ার প্রতিবাদে সোমবার দুপুরে (১৬ মার্চ) মানববন্ধন করেছে হালুয়াঘাট প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন, ভোরের কাগজ প্রতিনিধি মোঃ বাবুল হোসেন, ইত্তেফাক সংবাদদাতা মোঃ আব্দুর রাজ্জাক, যুগান্তর প্রতিনিধি মোঃ হাতেম আলী,ভোরের সময় প্রতিনিধি মোঃ সাইফুল ইসলাম,বাংলা টিভি ও যায়যায়দিন প্রতিনিধি জোটন চন্দ্র ঘোষ, আমাদের সময় প্রতিনিধি আব্দুল হক লিটন, কালের কন্ঠ প্রতিনিধি মাজাহারুল ইসলাম মিশু, বাংলাদেশ প্রতিদিন সাইদুর রহমান রাজু, ভোরের পাতা প্রতিনিধি দেওয়ান নাঈম, ভোরের ডাক প্রতিনিধি ওমর ফারুক আকাশ, বিজনেস বাংলাদেশ প্রতিনিধি তরিকুল্লাহ আশরাফী,অদম্য বাংলা প্রতিনিধি রফিকুল ইসলাম মানিক প্রমুখ।

এ সময় বক্তারা কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীনের দৃষ্টান্তমূলক শাস্তি ও সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানের নিঃস্বর্ত মুক্তি দাবী করেন। এছাড়াও বক্তারা সারা দেশে সাংবাদিকদের উপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদ জানান।