হালুয়াঘাটে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম দৈনিক সময় সংবাদ ২৪ ডট কম প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৮, ২০২১ হালুয়াঘাটে এশিয়ান টিভির ৮ম বর্ষপূর্তি পালন এম.এ খালেক হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাটে বনাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এশিয়ান টেলিভিশনের ৮ম বর্ষপূর্তি পালন করা হয়েছে। সোমবার(১৮ জানুয়ারী) বিকালে হালুয়াঘাট প্রেসক্লাব কার্যালয়ে এশিয়ান টেলিভিশন ও এশিয়ান রেডিও এর ৮ম বর্ষপূর্তি ও নয় বছরে পদার্পণ করায় সংক্ষিপ্ত আলোচনা ও কেক কেটে বর্ষপূর্তি পালন করা হয়। এশিয়ান টেলিভিশন এর হালুয়াঘাট প্রতিনিধি এম,এ খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা আওয়ামীলীগের (ভারপাপ্ত) সভাপতি করিরুল ইসলাম বেগ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের (ভারপাপ্ত) সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম-সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হালুয়াঘাট প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ শাহ আলম। এ ছাড়াও অনুষ্ঠানে হালুয়াঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক এম,এ খালেক, সম্মানীত সদস্য দুলাল রায়, এম,এ মালেক ও দৈনিক নবচেতনা উপজেলা প্রতিনিধি আনসারুল হক রাসেল সহ অনান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় বক্তাগন এশিয়ান টিভির মঙ্গল কামনা করে বলেন এশিয়ান টিভি দেশ ও মানুষের কথা বলবে,দেশের বিভিন্ন সমস্যা ও দেশের উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরবে সবার মাঝে। Share this:FacebookX Related posts: হালুয়াঘাটে প্রথম আলো পত্রিকা পুড়িয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ হালুয়াঘাটে জমকালো আয়োজনের মধ্যে দিয়ে এশিয়ান টিভির বর্ষপূর্তি পালন জনপ্রিয় অনলাইন পত্রিকা “দৈনিক সময় সংবাদ”র জন্য সংবাদকর্মী আবশ্যক ধোবাউড়ায় ঘুষের প্রতিবাদ করায় সাংবাদিকের বিরুদ্ধে মামলার হুমকি গৌরীপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি রায়হান,সম্পাদক লিটন সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন সংবাদ প্রকাশের পর কর্মস্থলে উপস্থিত হয়েছেন হালুয়াঘাটের সেই ১৯ কর্মকর্তা গৌরীপুরে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে গণমাধ্যম কর্মীরা হালুয়াঘাটে সাংবাদিকদের সাথে ওসি’র মতবিনিময় ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতির ইন্তেকাল ভালুকার সাংবাদিক ওয়াদুদ মিয়া আর নেই হালুয়াঘাট প্রেসক্লাবের নব-গঠিত কমিটির পক্ষ থেকে সাংসদ জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা SHARES Matched Content দেশের খবর বিষয়: ৮ম বর্ষপূর্তিপালনহালুয়াঘাটে এশিয়ান টিভির