হালুয়াঘাট প্রেসক্লাবের নব-গঠিত কমিটির পক্ষ থেকে সাংসদ জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা

প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১
হালুয়াঘাট প্রেসক্লাবের নব-গঠিত কমিটির পক্ষ থেকে সাংসদ জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা

জোটন চন্দ্র ঘোষ, হালুয়াঘাট : ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঐতিহ্যবাহী হালুয়াঘাট প্রেস ক্লাবের নব-গঠিত দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ এর পক্ষ থেকে ময়মনসিংহ-১ আসনের জাতীয় সংসদ সদস্য জুয়েল আরেং কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন প্রদান করা হয়েছে।

পাশাপাশি প্রয়াত সমাজকল্যাণ প্রতিমন্ত্রী এ্যাডভোকেট প্রমোদ মানকিন এমপি’র সমাধিস্থলে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাঞ্জলী প্রদান করেন। এ সময় মরহুমের বিদিহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

শনিবার (২৩ শে জানুয়ারী) সন্ধ্যায় স্থানীয় সাংসদ এর কচুন্ধরার বাসভবনে হালুয়াঘাট প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হালুয়াঘাট প্রেসক্লাবের নব-গঠিত কমিটির সভাপতি মোহাম্মদ শাহ্ আলম,সাধারণ সম্পাদক জোটন চন্দ্র ঘোষ, সহ-সভাপতি সাইফ জামান, যুগ্ম-সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম মিশু, সাংগঠনিক সম্পাদক শুভাশীষ সরকার শুভ, দপ্তর সম্পাদক সাইদুর রহমান রাজু, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক সাইফুল ইসলাম, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক এম.এ খালেক, সম্মানীত সদস্য এম.এ হামিদ, দুলাল রায় ও এম.এ মালেক।
দৈনিক সময় সংবাদ

এ সময় সাংসদ জুয়েল আরেং নব-গঠিত হালুয়াঘাট প্রেস ক্লাবের কার্যকরী পরিষদের সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রেস ক্লাবের সাফল্য কামনা করেন।