ভালুকার সাংবাদিক ওয়াদুদ মিয়া আর নেই

প্রকাশিত: ১১:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২০

নিজস্ব প্রতিবেদক : ময়মনসিংহের ভালুকা প্রেসক্লাবের আজীবন সদস্য ও দৈনিক যায়যায়দিন পত্রিকার ভালুকা উপজেলা প্রতিনিধি আব্দুল ওয়াদুদ মিয়া আর নেই (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৩০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪ টায় গফরগাঁও রোডের নিজ বাসভবনে তিনি মারা যান।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬০ বছর।

দীর্ঘদিন ধরে আব্দুল ওয়াদুদ মিয়া ব্লাড ক্যান্সারসহ নানান জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও এক মেয়েসহ অনেক শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। শিক্ষানুরাগী আব্দুল ওয়াদুদ মিয়া ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্যও ছিলেন। প্রতিভাবান এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে ভালুকা প্রেসক্লাব, স্থানীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, পৌর মেয়র, দৈনিক যায়যায়দিনের ময়মনসিংহের সকল প্রতিনিধিগণ, জেজেডি ফ্রেন্ডস ফোরামসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং রাজনৈতিক ব্যক্তিত্ব।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) সকাল ১১ টায় ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা ও নিজ গ্রাম রাংচাপড়ায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে।